জলের দাবিতে পথ অবরোধ জামুরিয়ায়, শুনুন স্থানীয়ের বক্তব্য

author-image
Harmeet
New Update
জলের দাবিতে পথ অবরোধ জামুরিয়ায়, শুনুন স্থানীয়ের বক্তব্য

নিজস্ব প্রতিনিধি, জামুরিয়াঃ জলের দাবিতে পথ অবরোধ স্থানীয়দের। জামুড়িয়ার ৪ নম্বর ওয়ার্ডের মহল্লার বাসিন্দারা পানীয় জলের দাবিতে জামুরিয়া বাইপাস রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী মোহাম্মদ কালাম জানান, রমজান মাসের আগে থেকেই এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। রমজান মাসে জলের সংকট প্রবল হয়ে ওঠে। জল সংকটের মধ্যেই তারা রমজান মাস কাটান। প্রশাসনের দৃষ্টি বারবার আকর্ষণ করা হলেও এই বিষয়ে প্রশাসন কর্ণপাত করেনি বলে মোহাম্মদ কালাম অভিযোগ করেন। তিনি জানান তারা বাধ্য হয়েই পথ অবরোধ করেছেন।