জি-৭ নেতারা রবিবার জেলেনস্কির সঙ্গে ভিডিও কনফারেন্স করবেনঃ জার্মান সরকার

author-image
Harmeet
New Update
জি-৭ নেতারা রবিবার জেলেনস্কির সঙ্গে ভিডিও কনফারেন্স করবেনঃ জার্মান সরকার

নিজস্ব সংবাদদাতাঃ  জার্মান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে জি-৭ নেতাদের একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে।  ক্রিশ্চিয়ান হফম্যান শুক্রবার বলেন,  "জার্মান চ্যান্সেলর (ওলাফ শোলজ) তার জি-৭ অংশীদারদের সাথে বছরের শুরু থেকে তৃতীয় ভিডিও কনফারেন্স করবেন"। বর্তমানে জার্মানি জি-৭-এর প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত। জার্মান চ্যান্সেলর আগামী ৮ মে সন্ধ্যায় জার্মান জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দেবেন। এবছর ৮ মে'র একটি বিশেষ অর্থ রয়েছে, কারণ একসময় নাৎসি জার্মানির শিকার হওয়া দুটি দেশ এখন একে অপরের সঙ্গে যুদ্ধে লিপ্ত।