/anm-bengali/media/post_banners/yKonU06pKifaB67I6Q4y.jpg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বোঝাপড়া করতে চান সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এছাড়াও তার অভিযোগ, রাজ্যে সিএএ চালু করার বিষয়ে জড়িয়ে তৃণমূলও। শুক্রবার মেদিনীপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "গরু পাচার থেকে চোরা চালান সীমানায় যা যা হচ্ছে এতে যেমন তৃণমূল যুক্ত আছে তেমনই বিজেপিও যুক্ত আছে। যেমন এখনকার মন্ত্রীরা যুক্ত আছে তেমনই অন্তত এই স্বরাষ্ট্রমন্ত্রীর আগের স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারও যুক্ত আছে। যুক্ত আছে বিএসএফও"। এদিন মেদিনীপুরের কৃষক ভবনে পশ্চিম মেদিনীপুর জেলা সিপিআইএমের সম্পাদক মন্ডলী গঠনের সভায় উপস্থিত ছিলেন মহম্মদ সেলিম। সেখান থেকেই তিনি এই বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি আরও বলেন, "বিএসএফরা কি করছে? ১২ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঢুকে পড়ছে নিরীহ গ্রামবাসীদের ওপর অত্যাচার করার জন্য"। তিনি প্রশ্ন করেন, "সিবিআই বলেছে গরু পাচারের বিষয়ে অনুব্রতকে ধরতে। ধরছে কি? ধরবে কি? সে তো হাসপাতালে লুকিয়ে গিয়েছে"। তিনি আরও দাবি করেন, "চোরা চালান থেকে অনুপ্রবেশ যা ঘটছে দিল্লি, মুম্বাই, আহমেদাবাদে বসে করা ঘটছে। কোলকাতার কালিঘাটে সব টাকা গিয়ে জমা হচ্ছে। আর সেখানেই সব টাকা ভাগ বাটোয়ারা হয়। আর এখানেই রাজনাথ সিং এবং মমতা ব্যানার্জির সম্পর্ক রয়েছে"। সম্পূর্ণ চোরা কারবারিতে বিজেপি ও তৃণমূলের একত্র ভাবে জড়িয়ে রয়েছে বলে দাবি করেছেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us