রায়গঞ্জে উল্টে গেল গ্যাসের ট্যাঙ্কার

author-image
Harmeet
New Update
রায়গঞ্জে উল্টে গেল গ্যাসের ট্যাঙ্কার

নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে উল্টে নয়ানজুলিতে পড়ে গেল গ্যাস ভরা ট্যাঙ্কার। বিস্ফোরণের আশঙ্কায় এলাকায় রান্না বন্ধের নির্দেশ পুলিশের। ঘটনাস্থলে পৌঁছায় গ্যাস সংস্থার সেফটি বিশেষজ্ঞরা। শুক্রবার দুপুরে রায়গঞ্জের রূপাহারে ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে মালদহ থেকে ডালখোলার দিকে যাচ্ছিল একটি গ্যাস ভর্তি ট্যাঙ্কার। রূপাহারের কদমতলায় জাতীয় সড়কে বাঁক নিতে গিয়ে ট্যাঙ্কারের সামনে চলে আসে একটি টোটো। চালক ব্রেক কষলেও নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে পড়ে ট্যাঙ্কারটি। দ্রুত ট্যাঙ্কারটিকে সরিয়ে ফেলে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভারত পেট্রোলিয়ামের সেফটি অফিসারদের বিশেষজ্ঞ দল। ট্যাঙ্কার থেকে গ্যাস বেরোচ্ছে কি না খতিয়ে দেখছেন তাঁরা। প্রাথমিক ভাবে ট্যাঙ্কারে লিক না পেলেও দুর্ঘটনার আশঙ্কার কথা উড়িয়ে দেননি তাঁরাও।