New Update
/anm-bengali/media/post_banners/InxLqCB7DOUm7VsMTB6N.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি ইউরোপ সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রধানমন্ত্রীর বার্লিন সফরের সময় তাকে গান গেয়ে শোনায় ৭ বছরের প্রবাসী ভারতীয় আশু। সে 'জয় ভারত জন্মভূমি' গানটি গায়। তবে সোশ্যাল মিডিয়ায় সেই গানের বদলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে একটি গান বানিয়ে এডিট করে সেই শিশুর গলায় বসিয়ে শেয়ার করে কমেডিয়ান কুণাল কামরা। এবার এই ঘটনায় কুণাল কামরার ওপর ক্ষোভ প্রকাশ করল সেই শিশুর বাবা। ​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us