/anm-bengali/media/post_banners/AATeag4MQXsMQqqugyhl.jpg)
সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ ভুয়ো বিচারক গোয়েন্দা পুলিশের জালে। ভুয়ো আইপিএস অফিসার গ্রেফতারের রেশ কাটতে না কাটতেই এবার ভুয়ো বিচারকের হদিশ পাওয়া গেল। শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের জালে ধরা পড়ল দুই ব্যক্তি।
ধৃতদের মধ্যে ভুয়ো বিচারক পরিচয় দিয়েছিলেন সমীর দূবে নামে এক ব্যাক্তি। তার সঙ্গির। জানা গিয়েছে, শিলিগুড়ির তিনজন ব্যাবসায়ীর সঙ্গে সমীর দূবে বিচারক ও অকশান অফিসার পরিচয় দিয়ে যোগাযোগ করে। সেই সঙ্গে আটক হওয়া গম নিলামে বিক্রির কথা জানায়। ব্যবসায়ীরা সমীর দূবেকে মোট ৯১ লক্ষ টাকা দেওয়ার পর তিনি ও তার সঙ্গীর সাথে আর কোনো যোগাযোগ করে না বলে অভিযোগ। এরপর সন্দেহ হওয়ায় বিষয়টি জানিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। এরপরই গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়ে দুই ব্যাক্তি।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us