তীব্র গতিতে ধেয়ে আসছে সাইক্লোন, তৈরি NDRF

author-image
Harmeet
New Update
তীব্র গতিতে ধেয়ে আসছে সাইক্লোন, তৈরি NDRF

নিজস্ব সংবাদদাতাঃ ওডিশা উপকূলের দিকে তীব্র গতিতে ধেয়ে আসছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতর আশঙ্কা করছে যে আজকের মধ্যেই ওডিশা উপকূলে শক্তিশালী রূপ নিয়ে আছড়ে পড়বে। যদিও সতর্ক রয়েছে প্রশাসন। রাজ্যের বিশেষ ত্রাণ কমিশনার (এসআরসি) প্রদীপ কুমার জেনা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজ্য সরকার যে কোনও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। জেনা জানান, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) ১৭টি দল, ২০টি ওডিশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স (ওডিআরএএফ) দল এবং ১৭৫টি অগ্নিনির্বাপক দলকে রাজ্যে প্রস্তুত রাখা হয়েছে।