/anm-bengali/media/post_banners/ncmezyFMWzYi4gsG6Oey.jpg)
হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘অশনি’। উত্তর-পূর্বদিকে ভারতের উড়িষ্যা, পশ্চিম বাংলা হয়ে বাংলাদেশের দক্ষিণের জেলা সাতক্ষীরায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ‘অশনি’। বুধবার ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি সাইক্লোনিক সিস্টেম ডেভেলপ করেছে। আগামি ৯ মে'র মধ্যে লঘুচাপে রূপান্তরিত হবে। এরপর ধীরে ধীরে এটা সুস্পষ্ট লঘুচাপ বা লো প্রেসারের রূপ ধারণ করবে। এরপর ১১ মে'র দিকে নিম্নচাপে রূপান্তরিত হয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে রূপান্তর হবে। ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ‘অশনি’।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কাজ শুরু করে দিয়েছে সরকার। বাংলাদেশের সবাই এখন সর্তক। পরবর্তীতে ঘূর্ণিঝড়ের অবস্থা অনুযায়ী বাংলাদেশ সরকার ব্যবস্থা নিবে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ৭ হাজার শেল্টার হাউস আছে, প্রয়োজনে স্কুল কলেজ ও অন্যান্য ভবন কাজে লাগানো হবে। বৃহস্পতিবার ঢাকায় সচিবালয়ে ঘূর্ণিঝড় পূর্ব প্রস্তুতি বিষয়ে সভা শেষে এ কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us