চিড়িয়াখানা থেকে পশু সরানোর সময় খারকিভের কাছে গোলাবর্ষণে নিহত এক কিশোর

author-image
Harmeet
New Update
চিড়িয়াখানা থেকে পশু সরানোর সময় খারকিভের কাছে গোলাবর্ষণে নিহত এক কিশোর

নিজস্ব সংবাদদাতাঃ কয়েক সপ্তাহ ধরে খারকিভের কাছে একটি ইকোপার্কের স্বেচ্ছাসেবক এবং কর্মীরা  প্রাণীদের সরিয়ে নিতে সহায়তা করছে। ক্যাঙ্গারু থেকে বাঘ এবং লেমুর এবং বিভিন্ন প্রজাতির পশুগুলিকে  বিক্ষিপ্তভাবে  ভ্যানের পিছনে লোড করা হচ্ছিল।এই সময় হামলায় ১৫ বছর বয়সী এক স্বেচ্ছাসেবক নিহত হন । তিনি তার বাবা-মাকে পশুদের খাওয়াতে এবং সরিয়ে নিতে সাহায্য করছিলেন।