১২ বছরের ঊর্ধ্বে সকলেই নিতে পারবে কভোভ্যাক্স

author-image
Harmeet
New Update
১২ বছরের ঊর্ধ্বে সকলেই নিতে পারবে কভোভ্যাক্স

নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবারই আদার পুনাওয়ালা টুইটে জানিয়েছিলেন যে Covovax এখন ভারতে শিশুদের জন্য উপলব্ধ। ১২ থেকে ১৭ বছর বয়সীরা এই টিকা নিতে পারবেন।। ১৫-১৮  বছর বয়সীদের টিকা দেওয়া দিয়ে শুরু হয়।বর্তমানে, ১২-১৪ বছর বয়সী শিশুদের বায়োলজিকাল ই-র ইন্ট্রামাসকুলার ভ্যাকসিন Corbevax দিয়ে টিকা দেওয়া হচ্ছে।