নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবারই আদার পুনাওয়ালা টুইটে জানিয়েছিলেন যে Covovax এখন ভারতে শিশুদের জন্য উপলব্ধ। ১২ থেকে ১৭ বছর বয়সীরা এই টিকা নিতে পারবেন।। ১৫-১৮ বছর বয়সীদের টিকা দেওয়া দিয়ে শুরু হয়।বর্তমানে, ১২-১৪ বছর বয়সী শিশুদের বায়োলজিকাল ই-র ইন্ট্রামাসকুলার ভ্যাকসিন Corbevax দিয়ে টিকা দেওয়া হচ্ছে।