হরিদ্বারের পর গঙ্গাকে নর্দমা হিসাবে ব্যবহার করা হতঃ যোগী আদিত্যনাথ

author-image
Harmeet
New Update
হরিদ্বারের পর গঙ্গাকে নর্দমা হিসাবে ব্যবহার করা হতঃ যোগী আদিত্যনাথ

নিজস্ব সংবাদদাতাঃ হরিদ্বারে 'স্পর্শ গঙ্গা' অনুষ্ঠানে অংশ নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখান থেকেই 'নমামি গঙ্গা' প্রকল্পের প্রশংশা করেন তিনি। তিনি বিজেপি সরকারের গঙ্গা পরিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকাকে সকলের সামনে তুলে ধরেন। 


তিনি বলেন, "আগে হরিদ্বারের পরে গঙ্গা হয়ে উঠত নর্দমা। কানপুর সেই শহরগুলির মধ্যে একটি ছিল যেখানে নর্দমার জল নদীতে ছেড়ে দেওয়া হত। আমরা 'নমামি গঙ্গা' প্রকল্প বাস্তবায়ন করে নদী পরিষ্কার করেছি। সেখানে সেলফি পয়েন্ট তৈরি করেছি"।