New Update
/anm-bengali/media/post_banners/xo95GAfqP4GvrN49zvKj.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তিতে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, 'আজকের দিনটি মা মাটি মানুষকে উৎসর্গ করলাম। ১.৫১ কোটি মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আমরা যা বলি তা করে দেখাই। আজ ২০ লক্ষ মহিলা একসঙ্গে টাকা পেলেন। আমরা মিথ্যে প্রতিশ্রুতি দিই না। যে কোনও বিষয়ে পুলিশকে রঙ না দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। উত্তরপ্রদেশ, বিহার নয়, এটা বাংলা। যারা রোজ আমাদের বদমান করছেন তাঁরা পারলে করে দেখান। বামফ্রন্ট গত ৩৪ বছর ধরে নরকঙ্কালের মালা পরিয়েছে। যারা বাম ছিল তারাই এখন বিজেপি হয়ে গেছে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us