আদেও কি ফিরছে ‘কফি উইথ কর্ণ’?

author-image
Harmeet
New Update
আদেও কি ফিরছে ‘কফি উইথ কর্ণ’?

নিজস্ব সংবাদদাতাঃ সকালে মন ভাঙলেন কর্ণ জোহর। সন্ধ্যায় সেই মন জুড়ে দ্বিগুণ আনন্দ দিলেন বলিউডের গসিপ প্রেমীদের। বন্ধ হবে না ‘কফি উইথ কর্ণ’। সকালের ঘোষণায় চমক ছিল শেষে। যা চোখ এড়িয়ে গিয়েছে অধিকাংশের। নির্মাতাদের পরিকল্পনা সফল। সকালে কর্ণ জানিয়েছিলেন, ‘নমস্কার, ষষ্ঠ সিজন ধরে ‘কফি উইথ কর্ণ’ আমার এবং আপনার জীবনের অংশ হয়ে উঠেছিল। বুধবার সন্ধ্যায় সেই বাক্যটি শে‌ষ করে মন জুড়লেন ভক্তদের। লিখলেন, ‘‘কফি উইথ কর্ণ’ আর ফিরবে না...টেলিভিশনের পর্দায়।’ জানালেন, বলিউডের এই ‘চ্যাট শো’-এর সপ্তম সিজন নিয়ে আসতে চলেছেন তিনি। কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে। ‘ডিজনি প্লাস হটস্টার’-এ।