নিজস্ব সংবাদদাতাঃ তিন দিনের ইউরোপ সফরের শেষ পর্বে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর সঙ্গে বৈঠক সারলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সে পৌঁছনোর পরেই তাঁর সঙ্গে মাকরেঁর কোলাকুলির একটি ছবি পোস্ট করে টুইটে প্রধানমন্ত্রীর দফতর-এর পক্ষে বলা হয়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর মধ্যে বৈঠক এই বন্ধুত্বকে আরও এগিয়ে নিয়ে যাবে।’ সূত্রের খবর, দুই রাষ্ট্রনেতার মধ্যে রাশিয়া ও ইউক্রেনের দ্বন্দ্ব নিয়ে আলোচনা হয়েছে।