New Update
/anm-bengali/media/post_banners/qwgmteNXCoZmJIQ7Ogfg.jpg)
দ্বিগবিজয় মাহালীঃ শিশু বয়স থেকে বিভিন্ন সাংস্কৃতিক চর্চার জন্য দিল্লীর একটি সর্বভারতীয় সংস্থার পক্ষ থেকে 'ওনাররি ডক্টরেট অ্যায়ার্ড' পুরষ্কার পেল রঘুনাথপুরের শহরের মেয়ে ডোনা সিকদার। ডোনা রঘুনাথপুর গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। তার পরিবার সূত্রে জানা গিয়েছে, আবৃত্তি, অঙ্কন, বক্তৃতা, অভিনয়ে তার চর্চার জন্যই এই সম্মান সে পেয়েছে। ইতিপূর্বে এই পুরুলিয়া বাঁকুড়া সহ কলকাতা ওড়িশার বিভিন্ন মঞ্চে সে প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিকবার সাফল্য পেয়েছে, এমনকি দেশের বাইরে থেকেও পুরস্কারে সম্মানিত হয়েছে। দুই মাস আগে ওই সংস্থার কাছে তার বিভিন্ন শংসাপত্রগুলি পাঠানো হয়েছিল। তাদের বিবেচানার ভিত্তিতেই এই সম্মান মিলেছে বলে জানিয়েছে ডোনা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us