নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ বেলপাহাড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায়, শিলদা এলাকার ডুমুরকোদা মোড়-এ বেশ কয়েকজন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে চার জন ধরা পড়ে। বাকি ৫/৬ জন পালিয়ে যায়। এদের কাছে একটি আর্মস এবং ২ রাউন্ড অ্যামুনেশন উদ্ধার হয়। তাদের গ্রেপ্তার করে অস্ত্র আইন ধারায় এদিন আদালতে তোলা হয়। ধৃতরা হলেন সুকুমার দেশওয়ালি, বিজয় কর্মকার, বিষ্ণুপদ দেশওয়ালি, শক্তি মানকি। এদের ৩৯৯/৪০২/২৫/ ২৭ আর্মস অ্যাক্ট ধারায় অভিযুক্ত করা হয়। পুলিশ ধৃতদের সাত দিন রিমান্ডে চাইলে মহামান্য আদালত ৩ দিনের পুলিশি হেফাজত-এর নির্দেশ দেয়।