শিল্প ও বন্দর শহরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে রাজ্যপালের

author-image
Harmeet
New Update
শিল্প ও বন্দর শহরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে রাজ্যপালের


নিজস্ব সংবাদদাতা,হলদিয়াঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে আসার আগেই সফরে এলেন রাজ্যপাল জগদীশ ধনকর। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে জেলা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছিলো। দিঘায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও প্রকল্পের ঘোষনা করবেন বলে জানা যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর সফরের আগে বুধবার ৪ মে হলদিয়া সফরে এলেন স্বস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকর। গতকাল রাতেই ট্যুইট করে জানিয়েছিলেন তিনি। হলদিয়া বন্দরের অতিথি নিবাসে পৌঁছলেন রাজ‍্যপাল জগদীপ ধনকড়। সড়কপথে কলকাতা থেকে সস্ত্রীক হলদিয়ায় পৌঁছান তিনি। সকাল ১০.৩০ মিনিটে হলদিয়া বন্দরের পোর্ট হাউসের অতিথিশালায় গার্ড অফ অনার নেন রাজ্যপাল। অতিথি নিবাসের সামনে তিনি বৃক্ষ রোপণ করেন। এরপর হলদিয়া একাধিক কর্মসূচি রয়েছে রাজ্যপালের।