বিপাকে রাশিয়া! প্রস্তাবিত দামের থেকেও কম দামে তেল চায় ভারত

author-image
Harmeet
New Update
বিপাকে রাশিয়া! প্রস্তাবিত দামের থেকেও কম দামে তেল চায় ভারত



নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে। হু হু করে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ফলত তেলের জোগানে সঙ্কট দেখা দিয়েছে। তবে ইউক্রেনের উপরে বিনা প্ররোচনায় হামলা চালানোয় রাশিয়াকে বয়কট করেছে আমেরিকা, ব্রিটেন সহ ইউরোপের একাধিক দেশ। এই পরিস্থিতিতেই ভারতকে কম দামে তেল বিক্রি করতে রাজি হয় রাশিয়া। তবে সূত্রের খবর, রাশিয়ার প্রস্তাবিত দামের থেকে আরও কিছুটা কম দামে তেল কিনতে চায় ভারত। বাকি ক্রেতারা রাশিয়ার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণেই ভারত তেলের দামে ছাড়ের দাবি জানিয়েছে বলে জানা গিয়েছে।