স্বাক্ষরিত হল গর্ভপাত নিষিদ্ধ বিল

author-image
Harmeet
New Update
স্বাক্ষরিত হল গর্ভপাত নিষিদ্ধ বিল

নিজস্ব সংবাদদাতাঃ ইউএসের ওকলাহোমায় স্বাক্ষরিত হল নয়া গর্ভপাত নিষিদ্ধ বিল। এই বিল অনুসারে কোনও মা তার গর্ভাবস্থার ৬ মাস অতিক্রম করার পর সে আর গর্ভপাত করতে পারবেনা। 


এই বিতর্কিত বিলে স্বাক্ষর করেছেন ওকলাহোমার গভর্নর কেভিন স্টিট। আইনসভার অধিবেশন শেষ হওয়ার ৯০ দিন পরে এটি আইন হিসাবে পরিণত হবে। এই বিল অনুসারে কেউ এই আইন অমান্য করলে ১০ বছরের জেলের সঙ্গে ১০ লক্ষ ইউএস ডলার জরিমানা হবে।