ইউরো ২০২০ সেমিফাইনাল, ইংল্যান্ড বনাম ডেনমার্ক : অতিরিক্ত সময়ে ইংল্যান্ড ২-১ ডেনমার্ক

author-image
Harmeet
New Update
ইউরো ২০২০ সেমিফাইনাল, ইংল্যান্ড বনাম ডেনমার্ক : অতিরিক্ত সময়ে ইংল্যান্ড ২-১ ডেনমার্ক

নিজস্ব সংবাদদাতাঃ মিক্কেল ড্যামসগার্ড ৩০ মিনিটে সরাসরি ফ্রি কিক গোল করে ডেনমার্ককে ১-০ এগিয়ে দেন। ৩৯ মিনিটে সাইমন কেজারের নিজের করা একটি গোল স্কোরকে ১-১ এ সমতায় আনে। ৯০ মিনিট শেষে ও স্কোর ১-১ এ আটকে ছিল। অতিরিক্ত সময়ের ১৪ মিনিটে পেনাল্টি কিক থেকে গোল করেন হ্যারি কেন। ইংল্যান্ড ২ গোল করে এবং ডেনমার্ক করে ১টি গোল।


আরও খবরঃ
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm