হেপাটাইটিস রোগ থেকে কিভাবে রক্ষা করবেন শিশুদের?

author-image
Harmeet
New Update
হেপাটাইটিস রোগ থেকে কিভাবে রক্ষা করবেন শিশুদের?

নিজস্ব প্রতিনিধি -বিশ্বের সর্বত্র শিশুরা হেপাটাইটিস রোগের সঙ্গে লড়াই করছে। তাছাড়াও হেপাটাইটিসে আক্রন্ত শিশুদের সংখ্যাও দিন দিন বাড়ছে।এই রোগের সঙ্গে লড়াই করতে গেলে জেনে নিন কি করতে হবে।যকৃতে কোনো কারণে প্রদাহ হলে তাকে হেপাটাইটিস বলা হয়।হেপাটাইটিস এ এবং ই ভাইরাস দূষিত খাদ্য ও পানীয়ের মাধ্যমে শরীরে প্রবেশ করে।হেপাটাইটিস-বি আক্রান্ত রোগীর রক্ত (ব্লাড ট্রান্সফিউশন) রক্তজাত ওষুধ, অপরিশোধিত সিরিঞ্জ, সুচ, রোগীর ব্যবহৃত ক্ষুর, রেজর, ব্লেড, ব্রাশ ইত্যাদির মাধ্যমে শিশু আক্রান্ত হতে পারে।গর্ভবতী মায়ের শরীরে যদি বি ভাইরাস থাকে, তবে গর্ভস্থ সন্তান সে ক্ষেত্রে সংক্রমিত হতে পারে।হেপাটাইটিস ডি সর্বদাই বি ভাইরাসের সহযোগী হয়ে আসে।কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জীবাণুঘটিত সংক্রমণ।এই সংক্রমণ যেমন ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া দ্বারা হয়ে থাকে,তেমনি হয়ে থাকে ভাইরাস সংক্রমণ থেকে।

কি করনীয় -

শিশুকে ছয় মাস বয়স পর্যন্ত শুধু বুকের দুধ পান করান কমপক্ষে দুই বছর পর্যন্ত বুকের দুধ পান অব্যাহত রাখুন।



বাড়িতে ভালো করে ফুটিয়ে বাচ্চাদের জল পান করান বা শুদ্ধ পানিয় জল পান করান।



পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং শিশুর খাবার ব্যবহারের আগে হাত ভালো করে ধুয়ে নিন।



শিশু জন্মানোর আগে সেই মায়ের হেপাটাইটিস আছে কিনা সেটা পরীক্ষা করা।





সঠিক বয়সের শিশুদের হেপাটাইটিস এর টিকা অবশ্যই নিতে হবে।



শিশুদের যদি রক্ত দেওয়া হয় তা নিরাপদ কিনা জানা দরকার।