পুরাতন জায়গা থেকে নতুন জায়গায় নতুনভাবে প্রাণপ্রতিষ্ঠা দেবদেবীর

author-image
Harmeet
New Update
পুরাতন জায়গা থেকে নতুন জায়গায় নতুনভাবে প্রাণপ্রতিষ্ঠা দেবদেবীর


নিজস্ব সংবাদদাতা,পাণ্ডবেশ্বর:- পান্ডবেশ্বর বিধান সভার শোনপুর বাজারি গ্রামের খোলামুখ খনির সম্প্রসারণের কারণে গ্রামটির পুনর্বাসন হয় নতুন জায়গায়। জায়গার নামকরণ করা হয় নতুন শোনপুর। মঙ্গলবার সেই পুরনো শোনপুর বাজারি গ্রামের সমস্ত দেবদেবীদের প্রথা মত নতুন শোনপুর গ্রামে প্রতিষ্ঠিত করা হল। এই অনুষ্ঠানের পাশাপাশি প্রতিষ্ঠিত হল আধ্যাত্বিক হরিসভা। এই শতাব্দী প্রাচীন পুরানো শোনপুর গ্রামের সমস্ত দেবদেবীদের প্রথা মত প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর-এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও স্বামী সমাত্মানন্দ মহারাজ (রামকৃষ্ণ মিশন আসানসোল সম্পাদক), ইসিএলের শোনপুর বাজারি এরিয়ার জেনারেল ম্যানেজার আর সি মহাপাত্র প্রমূখ বিশিষ্টজনেরা। আজকের এই শুভ অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন স্বামী সমাত্মানন্দ মহারাজ ও আর সি মহাপাত্র এবং পাণ্ডবেশ্বর-এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এদিনের এই শুভ অনুষ্ঠানে বিধায়ক জানালেন, 'আজকের দিনে মুসলিম ভাইদের শুভ ইদ আর এই দিনেই হিন্দু ভাই-বোনেদের শতাব্দীপ্রাচীন দেব দেবতার বাসস্থান মন্দিরের নতুন জায়গায় নতুনভাবে প্রাণ প্রতিষ্ঠা করা হল। এই দিনটি চিরস্মরণীয় করে রাখার দিন।'