সাঁকরাইল ব্লকের রগড়া এলাকায় তৃণমূলের বিজয় মিছিল

author-image
Harmeet
New Update
সাঁকরাইল ব্লকের রগড়া এলাকায় তৃণমূলের বিজয় মিছিল



নিজস্ব সংবাদদাতাঃ ঐতিহাসিক জয়ের বর্ষপূর্তি উপলক্ষে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া এলাকায়, রগড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এলাকার মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এক বিজয় মিছিলের আয়োজন করা হয়। ওই বিজয় মিছিল থেকে এলাকার সর্বস্তরের মানুষকে বিজেপিকে প্রত্যাখ্যান করার জন্য এবং মা মাটি মানুষের সরকারকে তৃতীয়বার প্রতিষ্ঠা করার জন্য অভিনন্দন জানানো হয়। এদিন ওই মিছিলে উপস্থিত ছিলেন রগড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পঞ্চানন দাস সহ দলীয় কর্মী ও সমর্থকেরা। ওই মিছিলের শেষে এক পথসভায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পঞ্চানন দাস বলেন, '২০১৯ কুড়ি সালে বিজেপির সন্ত্রাসে এই এলাকার মানুষ অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন কাটিয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির মনোভাব তারা ক্ষমতায় চলে এসেছে। তাই তারা সন্ত্রাস চালিয়েছিল। কিন্তু এলাকার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতকে ভোট দিয়ে নির্বাচিত করে প্রমাণ করে দিয়েছেন হিংসা ও সন্ত্রাসকে এলাকার মানুষ পছন্দ করে না। শান্তি উন্নয়নকে পছন্দ করে। তাই বাংলার শান্তি ও উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য তৃণমূল কংগ্রেসকে এলাকার মানুষ সমর্থন করেছিলেন।' করোনা পরিস্থিতির জন্য ২০২১ সালের দোসরা মে বিজয় মিছিল করা যায়নি। তাই ঐতিহাসিক জয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সোমবার এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে এই বিজয় মিছিলের আয়োজন করা হয়।