নিজস্ব সংবাদদাতাঃ করোনার জেরে মে দিবসের কোনও কর্মসূচি পালিত হল না চিনে। সে দেশের ৭৩ বছরের একদলীয় কমিউনিস্ট শাসনে এই প্রথম বার। কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে চিনের ২৬টি শহরে লকডাউন জারি করা হয়েছে। রাজধানী বেজিং, প্রধান অর্থনৈতিক কেন্দ্র শাংহাই-সহ অধিকাংশ বড় শহর রয়েছে এই তালিকায়। ফলে ‘প্রভাবিত’ হয়েছেন প্রায় ২১ কোটি চিনা নাগরিক। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রমিক দিবসের যাবতীয় কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সরকার।