করোনার জের, মে দিবসের কর্মসূচি বাতিল চিনে

author-image
Harmeet
New Update
করোনার জের, মে দিবসের কর্মসূচি বাতিল চিনে


নিজস্ব সংবাদদাতাঃ করোনার জেরে মে দিবসের কোনও কর্মসূচি পালিত হল না চিনে। সে দেশের ৭৩ বছরের একদলীয় কমিউনিস্ট শাসনে এই প্রথম বার। কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে চিনের ২৬টি শহরে লকডাউন জারি করা হয়েছে। রাজধানী বেজিং, প্রধান অর্থনৈতিক কেন্দ্র শাংহাই-সহ অধিকাংশ বড় শহর রয়েছে এই তালিকায়। ফলে ‘প্রভাবিত’ হয়েছেন প্রায় ২১ কোটি চিনা নাগরিক। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রমিক দিবসের যাবতীয় কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সরকার।