New Update
/anm-bengali/media/post_banners/HobdfeIyLS7RXGnezH9D.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল কেকেআর ও রাজস্থান মুখোমুখি হয়েছিল। ম্যাচ কেকেআর-এর কাছে হেরে গিয়ে রাজস্থান অধিনায়ক সঞ্জু বলেন, "উইকেট কিছুটা ধীরগতির ছিলো, তবে তারাও আজ সত্যিই ভালো বোলিং করেছে। আমাদের যে ধরণের ব্যাটিং প্রদর্শন ছিলো তার তুলনায় ওরা আজ ভালো খেলেছে। আমি শেষ পর্যন্ত আরও কয়েকটি বাউন্ডারি শট মারতে পারতাম এবং ইনিংসটা ভালো ভাবে শেষ করতে পারতাম। কিন্তু তা আর হয়ে উঠলো না। আমি মনে করি আমরা ১৫-২০ রান কম করেছিলাম।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us