New Update
/anm-bengali/media/post_banners/ChRCiEFRWA2Xa0SXFlV8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আগামীকাল অর্থাৎ বুধবার মাদ্রিদ ওপেনে নামলেও পুরোপুরি সুস্থ নন রাফায়েল নাদাল। ইন্ডিয়ান্স ওয়েলসে তিনি পাঁজরে চোট পান। তারপর থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। এই প্রসঙ্গে নাদাল বলেন, "আমি চোট থেকে হয়তো সেরে উঠেছি। কিন্তু টেনিস খেলার জন্য কতটা ফিট সেই প্রশ্ন থাকছে। প্রস্তুতিও কতটা নিতে পারলাম, তা নিয়েও সংশয় দূর হচ্ছে না।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us