ফের অজানা ব্যাক্তির মৃতদেহ উদ্ধার ঝাড়গ্রামে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ফের অজানা ব্যাক্তির মৃতদেহ উদ্ধার ঝাড়গ্রামে

নিউজ ডেস্ক, ঝাড়গ্রামঃ ফের অজানা ব্যাক্তির মৃতদেহ উদ্ধার ঝাড়গ্রামে। সোমবার ঝাড়গ্রাম থানার গোবিন্দপুর এলাকায় গাছ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তবে মৃতদেহটিকে দেখে আত্মহত্যা না হত্যা তা নিয়ে সন্দেহ হয়ে তৈরি হয়েছে। তবে এরফলে গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। তারা এই বিষয়ে মুখ খুলতে নারাজ। শুধু এই এলাকাতেই নয় এর আগেও ঝাড়গ্রামের যেখানেই অজ্ঞাত পরিচিয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে সেখানেই মানুষজন মৃতদেহের বিষয়ে কথা বলতে চাননি। তবে মৃতের পরিচয় সম্বন্ধে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি। গত কয়েকদিন ধরে হঠাৎ করেই ঝাড়গ্রাম জেলায় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বেড়েছে। যার কোনও কিনারা করতে পারছে না পুলিশ। গতকাল বেলপাহাড়ি এলাকার কাঁকরাঝোড়ের হাটচালায় এক ৬৫ বছরের বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পাশাপাশি এক মহিলার দেহও উদ্ধার হয়। তবে পুলিশ এই ২ টি ঘটনার এখনও কিনারা করতে পারেনি পুলিশ। এছাড়াও গত ২৩ তারিখ চন্দ্রীতে গুলির ঘটনা ও বেলপাহাড়িতে কুপিয়ে খুনের ঘটনারও কোনও কিনারাই করতে পারেনি পুলিশ। ফলে ঝাড়গ্রামের বিভিন্ন এলাকার স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক বাড়ছে। এই ব্যাপারে ঝাড়গ্রাম জেলা পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি।