নিজস্ব সংবাদদাতাঃ স্কুল ছুটির মেয়াদ নিয়ে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা । মামলা দায়ের করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। আদালতের কাছে যে পিটিশন দাখিল করা হয়েছে, সেখানে তাদের বক্তব্য,করোনার কারণে গত ২ বছর স্কুল বন্ধ থাকায় এমনিতেই পড়াশোনার ক্ষতি হয়েছে। এবার পশ্চিমবঙ্গ সরকার গরমের ছুটি বাড়িয়ে ৪৫ দিন করছে, তাতে পড়ুয়াদের পড়াশোনায় আরও ক্ষতি হবে বলেই আশঙ্কা তাদের। পাশাপাশি তুলে ধরা হয়েছে ওড়িশা সরকারের পদক্ষেপ ও আবহাওয়া দফতরের পূর্বাভাসের কথাও। আগামী ৫ মে মামলার শুনানি।
​