স্থান বদলালো লখনৌ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
স্থান বদলালো লখনৌ



নিজস্ব সংবাদদাতাঃ গতকাল ওয়াংখেড়ের বুকে মুখোমুখি হয়েছিল। লখনৌ ও দিল্লি। দিল্লিকে লখনৌ হারিয়ে লিগ তালিকার অনেকটা উপরে স্থান করে নিয়েছে। এই মুহূর্তে লিগ তালিকার শীর্ষ দল গুজরাটের পরেই স্থান হয়েছে লখনৌয়ের। ১৪পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে লখনৌ।