নিজস্ব সংবাদদাতাঃ বহু বিজেপি কর্মী ও তাঁদের পরিবার বিধানসভা নির্বাচনের ফলঘোষণার দিন থেকে রাজ্যে লাগাতার হিংসার শিকার হয়েছেন। এই অভিযোগ করে ট্যুইট করলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। ট্যুইটারে তাঁর অভিযোগ, মহিলাদের ধর্ষণ ও ও নিগ্রহ করা হয়েছে। বাড়ি ঘর পোড়ানো হয়েছে। খুন হয়েছেন অনেকে। লক্ষাধিক মানুষ প্রাণ বাঁচাতে পালিয়েছেন।