কত বছর পর বাড়ি ফিরবেন কুমার কার্তিকেয়

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কত বছর পর বাড়ি ফিরবেন কুমার কার্তিকেয়


নিজস্ব সংবাদদাতাঃ আইপিএল-এর শুরুতেই নজর কেড়েছেন কুমার কার্তিকেয়। সঞ্জু স্যামশনের উইকেটও তিনি নিয়েছেন। তবে তিনি নাকি ৯ বছর পর বাড়ি ফিরবেন। এই প্রসঙ্গে কুমার বলেন, "আমি গত ৯ বছর বাড়ি ফিরিনি। ২০১৩ সালে বাড়ি ছাড়ার সময় মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম,যত দিন না জীবনে কিছু করতে পারছি তত দিন বাড়ি ফিরব না। মা-বাবা রোজ ফোন করে। কিন্তু আমি নিজের সিদ্ধান্তে অবিচল। আইপিএল শেষ হলে এ বার বাড়ি যাব।"