রহস্যের ডানা বেধে প্রকাশ্যে 'তীরন্দাজ শবর' এর টিজার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
রহস্যের ডানা বেধে প্রকাশ্যে 'তীরন্দাজ শবর' এর টিজার

নিজস্ব প্রতিনিধি - অবশেষে প্রকাশ্যে এল অরিন্দম শীল পরিচালিত 'তীরন্দাজ শবর' এর টিজার। টিজারটির পোস্ট করা ক্যাপশনে লেখা রয়েছে,"তীরন্দাজ শবর আসছে তার নতুন লক্ষ্যভেদে।" ৩৮ সেকেন্ডের সাদা কালো সেই টিজার ইতিমধ্যেই দর্শকদের এক টানটান রহস্যের জানান দেয়। টিজারের পোস্ট শেয়ার করে পরিচালক লেখেন,"তীরন্দাজের তীর কি করবে লক্ষ্যভেদ? শবর দাশগুপ্ত, গোয়েন্দা লালবাজার।" ছবিতে অভিনয় করতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, নাইজেল আকারা, দেবযানী চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, পৌলমী দাস, চন্দন সেন কে।