খুলছে যমুনোত্রী ধামের দরজা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
খুলছে যমুনোত্রী ধামের দরজা

নিজস্ব সংবাদদাতা : খুলছে চারধামের মধ্যে একধাম যমুনোত্রীর দরজা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ট্যুইট করে খবরটি জানানোরক পাশাপাশি তীর্থ যাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন নিরাপদ ও সুরক্ষিত যাত্রার জন্য। টুইট বার্তায় মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন যে ৩ মে, অক্ষয় তৃতীয়ায় দেবী যমুনাকে উৎসর্গ করা 'যমুনোত্রী ধাম'-এর পোর্টালগুলি ৩ মে খুলবে।