২০২৩সালের আইপিএল-এ থাকবেন ধোনি?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
২০২৩সালের আইপিএল-এ থাকবেন ধোনি?



নিজস্ব সংবাদদাতাঃ মিস্টার কুল বলেই দিয়েছিলেন ১৫তম আইপিএলই তার জীবনের শেষ খেলা আইপিএল। এর পর থেকে তিনি হয়তো ব্যাট হাতে মাঠে নামবেন না। তবে চেন্নাইয়ে তিনি থাকছেনই। তিনি বলেন, "আমাকে হলুদ জার্সিতেই দেখতে পাবেন। এই হলুদ জার্সি হোক বা অন্য কোনও। আপনার দেখার জন্য অপেক্ষা করতে হবে।"