জগত্‍বল্লভপুরে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
জগত্‍বল্লভপুরে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়ার জগত্‍বল্লভপুর থানা এলাকার মানিকপীর এলাকায় প্লাস্টিক কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। গতকাল রাতে আগুন লাগে কারখানায়। স্থানীয় সূত্রে দাবি, প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। তবে সেই সময় বৃষ্টি শুরু হওয়ায় দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে সুবিধা হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার বড় অংশ পুড়ে ছাই হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে দাবি। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।