/anm-bengali/media/post_banners/pdoBplPxD9js1CFNNHQi.jpg)
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব প্রতিনিধিঃ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার একটি বেসরকারি আবাসে তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছিল। বেলা ১১ টা থেকে শুরু হওয়া এই সভা টানা ৫ ঘণ্টা ধরে চলে। সভায় উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক ইউনিটের সভাপতি আশীষ হুদাইত, যুব সভানেত্রী দিপালী শিং, চেয়ারম্যান অমল পন্ডা, শ্রমিক সংগঠনের সভাপতি বিকাশ কর সহ ব্লক সভাপতিরা ও জেলা কমিটির মেম্বাররা। এই জেলায় মোট ৭ টি বিধানসভা রয়েছে৷ তার মধ্যে ঘাটালটি বিজেপির। উল্লেখযোগ্য ভাবে লক্ষ্য করা গিয়েছে, দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া ছাড়া আর কোনও বিধায়কই এই সভায় যোগ দেননি। এই নিয়ে অনেক নেতৃত্বদের মধ্যেই চাপা ক্ষোভ লক্ষ্য করা গিয়েছে। যদিও তা কেউ প্রকাশ্যে বলতে চাননি। সভায় বিধায়করা বা মন্ত্রীরা কেন নেই এই প্রশ্নের উত্তরে জেলা সভাপতি আশীষ হুদাইত বলেন, "রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া অসুস্থ। রাজ্যের আরেক মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর উত্তরবঙ্গ সফরে রয়েছেন। অজিত মাইতি, শিউলি সাহা প্রমুখরা ব্যস্ত রয়েছেন। সকলের সঙ্গেই আমরা ফোনে কথা বলেছি"।
তবে আজকের এই মিটিংয়ে বিধায়কদের দেখা না মেলায় যেমন কমিটির একাংশ ক্ষুব্ধ তেমন অনেকেই মুখ খুলতে নারাজ৷ টানা ৫ ঘণ্টার এই জেলা মিটিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয় বারের মত তৃণমূল সরকারের বর্ষপূর্তি এবং জনসংযোগ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us