হাসপাতাল থেকে সদ্যোজাত শিশুকে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
হাসপাতাল থেকে সদ্যোজাত শিশুকে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স

নিজস্ব প্রতিনিধি, ঘুঘুডাঙ্গাঃ হাসপাতাল থেকে সদ্যোজাত শিশুকে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে অ্যাম্বুলেন্স। আহত মা, বাবা, শিশু সহ গাড়ির চালককে ভর্তি করা হয় ঘাটাল হাসপাতালে। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল-ক্ষীরপাই রাজ্য সড়কের ক্ষীরপাইয়ের ঘুঘুডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে, রবিবার দুপুরের পর ঘাটাল হাসপাতাল থেকে '১০২ মাতৃযান সরকারি অ্যাম্বুলেন্সে' করে সদ্যোজাত শিশুকে নিয়ে বাড়ি ফিরছিলেন গড়বেতা থানার খড়কুশমার বাসিন্দা ওমর ফারুক। সেই সময়ে ঘাটাল-ক্ষীরপাই রাজ্য সড়কের ঘুঘুডাঙ্গা এলাকায় ধান বোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটির। দুমুড়ে মুচড়ে গিয়েছে ট্রাক্টর ও অ্যাম্বুলেন্সের সামনের অংশ। স্থানীয়দের প্রচেষ্টায় এবং ক্ষীরপাই ফাঁড়ির পুলিশের হস্তক্ষেপে তাদেরকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।