মাঠ ছাড়লেন দীপক

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মাঠ ছাড়লেন দীপক



নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে মুম্বইয়ের বুকে ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছে লখনৌ সুপার জায়েন্টস ও দিল্লি ক্যাপিটালস। শার্দূল ঠাকুরের বলে এই বারে দীপক হুডা মাঠ ছাড়লেন। ৫২ রান করে তিনি ২২ গজকে বিদায় জানিয়েছেন। এই মুহূর্তে পিচ সামলাচ্ছেন মার্কাস ও রাহুল। লখনৌয়ের স্কোর ১৪৬ রানে ২উইকেট।