New Update
/anm-bengali/media/post_banners/U9fXcdoM5tWMCy0PWI4L.jpg)
রাহুল পাসওয়ান,বরাকরঃ
কার্যত দ্বিতীয় দিনেও রণক্ষেত্রে চেহরা নিল বরাকর শহর। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত DC অভিষেক মোদী। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনরেট কুলটি থানার বরাকর ফাঁড়ি পুলিশের হেফাজতে কাল আরমান আনসারী মৃত্যু হয়। বুধবার দ্বিতীয় দিনেও এক গুজবের কারণে স্থানীয় বরাকর এলাকাবাসীরা বরাকরের রাস্তায় নামে।
​
পথ অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ফলে এলাকায় আতঙ্কের কারণে এক এক করে সমস্থ দোকানপাট বন্ধ হয়ে যায় । ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DC অভিষেক মোদী ও ACP কুলটি অমর আলি মোল্লা। দুই পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকের উপস্থিতিতে পরিস্থিতি সামাল দেওয়া হয়
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us