নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী একদিকে যেমন প্রধানমন্ত্রীর ভাষণের প্রশংসা করেছেন, তেমনই প্রধানমন্ত্রীও কলকাতা হাইকোর্ট নিয়ে মুখ্যমন্ত্রীকে বিশেষ ‘টিপস’ দিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী, কলকাতা হাইকোর্টের উপরে চাপ কমাতে উত্তরবঙ্গে আলাদা হাইকোর্ট তৈরির প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রস্তাব নিয়ে দ্রুত ভাবনাচিন্তা করার আর্জিও জানিয়েছেন তিনি।