New Update
/anm-bengali/media/post_banners/P5gpPVaX5fVhUPG8HTvz.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ কে জিততে পারেন এবারের কোপার গোল্ডেন বুট, সেটি আঁচ করা যাচ্ছে এখনই। যার সম্ভাবনা সবচেয়ে জোরালো, তিনি আর কেউ নন। লিওনেল মেসি। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে পাঁচটি কোপা খেলে একবারও গোল্ডেন বুট জেতেননি মেসি। এই পাঁচ টুর্নামেন্টে তিনি গোল করেছেন ১৩টি। এই ১৩ গোলের চারটি এসেছে এবারের কোপায়, যেটি এখন পর্যন্ত কোপার সর্বোচ্চ। এবার তাই গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে আছেন বার্সেলোনা ফরোয়ার্ড। আর্জেন্টাইন অধিনায়কের সামনে আছে আরেকটি মাইলফলকের হাতছানি। আর মাত্র চারটি গোল করলেই মেসি হয়ে যাবেন কোপা ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। নরবেরতো মেন্দেজ আর জিজিনিহো ১৭ গোল নিয়ে আছেন এই তালিকার সবার ওপরে।
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=9522​
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us