উত্তরপ্রদেশে লাইনচ্যুত কয়লাবোঝাই মালগাড়ি

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
উত্তরপ্রদেশে লাইনচ্যুত কয়লাবোঝাই মালগাড়ি

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশে লাইনচ্যুত কয়লাবোঝাই মালগাড়ি। হরিয়ানার কালানৌরের দিকে যাচ্ছিল মালগাড়িটি। আজ সকাল ১১টা ১০ মিনিট নাগাদ ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের (ডিএফসি) নিউ একডিল (ইকেএল) স্টেশনে সেটি লাইনচ্যুত হয়। স্টেশনটি ইটাওয়া থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত।