New Update
/anm-bengali/media/post_banners/wAFvy1hqCTpbhmzVTytd.jpg)
নিজস্ব প্রতিনিধি -ত্রিপুরার আমতলি থানার পুলিশ এর ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা একটি গোপন সুত্রের ভিত্তিতে বধারঘাটে অবস্থিত আগরতলা রেলস্টেশনে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণে কাশির সিরাপের বোতল ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করে।পুলিশ সুত্রের খবর,এই নেশাজনক কাশির সিরাপগুলি এসেছে আলিপুরদুয়ার থেকে। বাধারঘাট রেলওয়ে স্টেশন থেকে মোট ৩০,৪০০টিরও বেশি কাশির সিরাপের বোতল উদ্ধার করা হয়েছে।এবং সেই অভিযান এখনো চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us