তালিবানের বিরুদ্ধে যুদ্ধ চাইছেন প্রাক্তন আফগান সেনা কর্তা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
তালিবানের বিরুদ্ধে যুদ্ধ চাইছেন প্রাক্তন আফগান সেনা কর্তা

নিজস্ব সংবাদদাতাঃ আফগানিস্তানে তালিবান শাসনের দীর্ঘ ৮ মাস কেটেছে। তবে তালিবান শাসন শুরুর পর থেকেই আফগানিস্তান ক্রমেই পতনের মুখে এগিয়ে যাচ্ছে । প্রত্যহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ সহ অর্থনৈতিক সংকট, শিক্ষা সংকট প্রভৃতি বিভিন্ন সংকট নিত্য দিনের সঙ্গী হয়ে উঠেছে আফগানবাসীর।


আফগানিস্তানে ফের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তালিবানের বিরুদ্ধে যুদ্ধকেই একমাত্র পথ বলে মনে করছেন সাবেক আফগান সেনা জেনারেল সামি সাদাত। তিনি দাবি করেছেন, আফগানিস্তানকে তালিবান মুক্ত করতে পারলেই আফগানিস্তানে ফের গণতন্ত্র ফিরে আসবে।