নিজস্ব সংবাদদাতাঃ আলাদা করে কোনও শখ না থাকলে ভেবে দেখতে পারেন কিন্তু! দু’জনে মিলে কোনও একটা শখের চর্চা করলে সম্পর্কে দূরত্ব কমে যেতে পারে। গান শোনা, বাগান করা, বেড়াতে যাওয়া, যে কোনও শখ হলেই হবে। এমনকী, গবেষণাতেও দেখা গেছে সম্পর্ক ভালো রাখতে শখের একটা বড়ো ভূমিকা রয়েছে।