নিজস্ব সংবাদদাতাঃ সব সময়ে একই পজিশনে শারীরিক মিলন না করে মাঝেমধ্যে তো নতুন কিছুও ট্রাই করতে পারেন! ‘লজ্জা, ঘৃণা, ভয়; তিন থাকতে নয়’ – এই কথাটা ভুলে যান আর নতুন পজিশন ট্রাই করুন। ভাববেন না যে, আপনি পারবেন কি না, চেষ্টা না করলে কীভাবে বুঝবেন যে আপনি পারবেন কী পারবেন না! নতুন পজিশনের সঙ্গে নতুন নতুন জায়গাতেও শারীরিক মিলনের সুখ নিতে পারেন। সবসময়ে যে একই বিছানায় মিলিত হতে হবে তার কোনও মানে নেই!