নিজস্ব সংবাদদাতাঃ অনেকেই শারীরিক মিলনের সময়ে ফোরপ্লে করেন না বা করলেও তাতে খুব বেশি সময় দেন না; আর এই তাড়াহুড়োটা বেশিরভাগ সময়েই পুরুষদের তরফ থেকে আসে। মনে রাখতে হবে, একজন পুরুষ ও মহিলার শারীরিক গঠনের পার্থক্যের জন্য এঁদের কিন্তু সেক্স ড্রাইভও আলাদ হয়। একজন পুরুষ যত তাড়াতাড়ি যৌন উত্তেজনা অনুভব করেন, একজন মহিলার তার থেকে অনেক বেশি সময় লাগে উপ্ততেজিত হতে; কাজেই ফোরপ্লে খুব জরুরি। এছাড়া এতে আপনারা একে অন্যকে নতুনভাবে আবিষ্কারও করতে পারবেন।