/anm-bengali/media/post_banners/KUabwhEeuEI21CA0rt1Z.jpg)
নিজস্ব প্রতিনিধি, চন্ডীপুরঃ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগামী পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে বুথ স্তর পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি জানিয়েছেন, বুথ স্তর পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে পারলেই আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি রাজ্যে ভালো ফল করতে পারবে । শুক্রবার তিনি পূর্ব মেদিনীপুর জেলার চন্ডীপুরে কাঁথি ও তমলুক সাংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়ে এক সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। দিল্লির জাহাঙ্গীরপুরীর হিংসার ঘটনায় তমলুক থেকে ধৃত ফরিদ সহ রাজ্যের অন্যান্য প্রান্তের অভিযুক্তদের গ্রেফতার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। কারও নাম না করে ফরিদ প্রসঙ্গে তিনি বলেন, "বাংলাদেশের মুজিব হত্যার সঙ্গে জড়িত ব্যক্তি এই রাজ্যে ২ টি বিয়ে করে ৩০ বছর কাটানোর পর কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা সংস্থার হাতে ধরা পড়ে। এটাই মমতা ব্যানার্জির এগিয়ে বাংলা"। এছাড়াও তিনি জানিয়েছেন, বিজেপিতে বিধায়ক বা সাংসদদের নিয়ে কোনও সমস্যা নেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us