/anm-bengali/media/post_banners/0Kwr7kOj26Srx9kO7kQs.jpg)
নিউজ ডেস্ক, ঝাড়গ্রামঃ শুক্রবার সকালে জঙ্গলের ভেতর থেকে ৯ টি হাতি ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের দুধকুন্ডি এলাকায় বোরো ধান চাষের জমিতে চলে আসে। যার ফলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাতির দল মাঠে গিয়ে বোরো ধান চাষের ব্যাপক ক্ষতি করছে বলে গ্রামবাসীরা জানান। বিষয়টি বন দফতরকে জানায় ওই এলাকার বাসিন্দারা। বন দফতরের ওই এলাকায় গিয়ে হাতি গুলিকে স্থানীয় জঙ্গলের দিকে তাড়ানোর চেষ্টা করে। কিন্তু হাতির দল ধান জমি ছেড়ে কোথাও যেতে চাইছে না। যার ফলে সমস্যায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।
​
অপরদিকে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনি গ্রামে খাবারের সন্ধানে ২ টি হাতি লোকালয়ে ঢুকে পড়ে। ওই ২ টি হাতি লোকালয়ে ঢুকে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দাপিয়ে বেড়ায়। যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। বিষয়টি জানানো হয় বন দফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় ওই ২ টি হাতিকে গড় শালবনি গ্রামের লোকালয় থেকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠাতে সক্ষম হয় বন দফতর। তবে বন দফতরের কর্মীরা ওই ২ টি হাতির উপর নজরদারি শুরু করে। ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে গ্রামে হাতি ঢুকে গেলে তাদের বিরক্ত করতে নিষেধ করা হয়েছে। যেভাবে প্রতিদিন ওই গ্রামে হাতি ঢুকে পড়ছে তার ফলে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, বন দফতর কেবলমাত্র সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। যার ফলে গ্রামবাসীরা বন দফতরের ওপর ক্ষোভ প্রকাশ করেন। যেভাবে প্রতিদিন হাতি গ্রামে ঢুকে পড়ছে তাতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন গ্রামবাসীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us