লাউদোহা, পাণ্ডবেশ্বরে হঠাৎ শিলাবৃষ্টি!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
লাউদোহা, পাণ্ডবেশ্বরে হঠাৎ শিলাবৃষ্টি!

নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বরঃ  শুক্রবার বিকেলে কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টি হল পাণ্ডবেশ্বর ও লাউদোহা ব্লকের বিভিন্ন জায়গায়। সেই সঙ্গে কমেছে তাপমাত্রা। ভড় বৈশাখে লাগাতার গরমের কারণে রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও তৈরি হয়েছিল অস্বস্তিকর পরিবেশ। গত কয়েক দিনে পারদ পৌঁছে ছিল ৪২ ডিগ্রীর উপর। সেই সঙ্গে ছিল রোদ ও অস্বস্তিকর গরম। গরম থেকে বাঁচতে একাধিক নির্দেশিকা জারি করেছিল প্রশাসন। বিশেষ প্রয়োজন ছাড়া বেলা ১১ টার পর বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছিল। অবশেষে শুক্রবার বিকেলে আবহাওয়ার উন্নতি হয়। এদিন সাড়ে চারটে নাগাদ কালবৈশাখী ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টি হয় পাণ্ডবেশ্বর ও লাউদোহার ব্লকের বিভিন্ন এলাকায়। প্রায় কুড়ি-পঁচিশ মিনিট ধরে নাগাড়ে বৃষ্টির পাশাপাশি পড়ে শিল। আচমকা কালবৈশাখীর কারণে বিকেলের পর তাপমাত্রাও কমে বেশ কিছুটা। অন্যদিকে ঝড়-বৃষ্টির কারণে পাণ্ডবেশ্বরের নামো পাড়ায় কয়েকটি বাড়ি ও গাড়ির ক্ষতি হয়। নামো পাড়ার বাসিন্দা গোসাই বাগদী, গণেশ বাগদী, অমিত বাগদীর বাড়ির ছাদের এডবেস্টার ক্ষতিগ্রস্ত হয়। সেই সাথে বাইরে দাঁড়িয়ে থাকা অরবিন্দ ঘোষ, যমুনা ধীবর সহ কয়েকজনের চারচাকা গাড়ির ক্ষতি হয় অতিরিক্ত শিল পড়ার কারণে।